ঈদে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে এবার ঈদে যাত্রীরা ট্রেনে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন। ভবিষ্যতে আরও সুন্দরভাবে যাত্রীদের ঈদে বাড়িতে পৌঁছে দিতে পারব।’
আজ বুধবার দুপুরে রাজবাড়ীর পাংশায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করেছি। আন্তরিকভাবে যদি কোনো কাজ করা যায়, তাহলে আমার মনে হয় সে কাজে সফলতা আসবে। আমরা সবাই মিলে এবার আন্তরিকভাবে চেষ্টা করেছি যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে। আমাদের সবার চেষ্টা সফল হয়েছে। যাত্রীরা এবার ট্রেনে নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে।’
তিনি বলেন, ‘ঈদ শেষ করে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আমরা রিটার্ন টিকিট দিয়েছি। যে ব্যবস্থায় তারা ঈদ করতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে গিয়েছে ঠিক একই অবস্থায় তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরবে। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই, রেলের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই।’