প্রথমবার ‘আনন্দ মেলা’য় রুনা লায়লা

বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ১৩:১৯
শেয়ার :
প্রথমবার ‘আনন্দ মেলা’য় রুনা লায়লা

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা তার দীর্ঘদিনের সংগীত জীবনের পথচলায় এবারই প্রথম গান গাইবেন বাংলাদেশ টেলিভিশনের ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়। পুরোনো নয়, একেবারে নতুন একটি মৌলিক গান দর্শকদের উপহার দিবেন তিনি।

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর সঙ্গীতে ‘নতুন পৃথিবী’ শিরোনামের গানটি শুধুই ‘আনন্দ মেলা’র জন্য গেয়েছেন তিনি। আর গানটিতে রুনা লায়লার সঙ্গে সুরে সুরে গানে গানে কণ্ঠ মিলিয়েছেন এই প্রজন্মের চার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কনা, সাব্বির, ইমরান ও ঝিলিক।

মনিরুল ইসলাম ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত ‘আনন্দ মেলা’ ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।

‘আনন্দ মেলা’য় গান গাওয়া প্রসঙ্গে দেশবরেণ্য সংগীত তারকা রুনা লায়লা বলেন, ‘এর আগে আমাকে আনন্দ মেলায় গান গাওয়ার কথা বিশেষভাবে বলেনি কেউ বা প্রস্তাব আসেনি কারও কাছ থেকে। প্রস্তাব পেলে হয়তো আরও আগেই জনপ্রিয় এই অনুষ্ঠানে আমার গান গাওয়া হয়ে যেত। যাইহোক দেরিতে হলেও আনন্দ মেলার জন্য গান গাইতে পেরে ভালো লাগছে। আনজীর লিটন এই গানটিও খুব চমৎকার লিখেছে, সুর সংগীতেও আশরাফ বাবু ভালো করেছে। আমার সঙ্গে এই প্রজন্মের শিল্পীরাও বেশ আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে। বিটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ। এমনকি আনন্দ মেলা’র শুটিং-এর সময় যে মানুষটি আমার জন্য বার বার চেয়ারটি এনে দিয়েছে তাকেও বিশেষ ধন্যবাদ।’

রুনা লায়লার সঙ্গে আনন্দমেলায় গান গাওয়া প্রসঙ্গে কণা বলেন, ‘এটা এখনো আমার কাছে স্বপ্নের মতো মনে হয় যে আমাদের পরম শ্রদ্ধার ভালোবাসার রুনা ম্যাম আমার পাশে দাঁড়িয়ে গান গাইছেন, তারসঙ্গে আমি আমরা গাইছি। জীবনে এমন দিন আসবে ভাবিনি কখনো। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। ধন্যবাদ রুনা ম্যাম’কে এই সুযোগ করে দেওয়ার জন্য।’

সংগীতশিল্পী ইমরান বলেন, ‘এর আগেও শ্রদ্ধেয় রুনা ম্যামের সঙ্গে গান গাইবার সঙ্গে সুযোগ হয়েছে। কিন্তু বিটিভির সিগনেচার অনুষ্ঠান আনন্দ মেলায় ম্যামের সঙ্গে গাইতে পেরেছি-এটা স্মরণীয় হয়ে থাকবে।’