প্রতিবন্ধী পরিবারকে ঈদ উপহার দিল মঙ্গল আলোয় ফাউন্ডেশন
প্রতিবারের মতো এবারও অসহায়, সুবিধাবঞ্চিত মানুষ ও পরিবারের পাশে দাড়িয়েছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন। আজ মঙ্গলবার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামে প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনের সভাপতি নারগিস সুলতানাসহ একটি স্বেচ্ছাসেবী টিম।
জানা গেছে, এই পরিবারের ছয়জন সদস্যের সকলেই কোন না কোনভাবে শারীরিক প্রতিবন্ধী। পরিবারটির দুর্দশার কথা জানতে পেরে এ ফাউন্ডেশন নয় মাস আগে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে। পরে নয় মাস ধরে মঙ্গল আলোয় ফাউন্ডেশন এ পরিবারটিকে প্রতিমাসে খাবারের সংকুলান করে আসছে।
মঙ্গল আলোয় ফাউন্ডেশনের এ মহতী কাজে প্রত্যক্ষভাবে সহায়তা করছেন যুক্তরাজ্যের কয়েকজন দাতা। ফাউন্ডেশনের সভাপতি নারগিস সুলতানা উক্ত দাতাদের নিকট কৃতজ্ঞতা স্বীকার করাসহ আরও বেশি এরুপ কাজ করার লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।