বাংলাদেশে শুরু হচ্ছে সেলেব্রিটি ফুটবল টুর্নামেন্ট

বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১৯:১৯
শেয়ার :
বাংলাদেশে শুরু হচ্ছে সেলেব্রিটি ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশে এই প্রথমবারের মতো সেলেব্রিটিদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে সেলিব্রেটি ফুটসল ম্যানিয়া-২০২৪। গতকাল সোমবার রাতে মিরপুর স্কাই লাউঞ্জে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়। সেখানে উপস্থিত ছিল দেশের অনেক জনপ্রিয় তারকা। যেখানে উপস্থিত ছিলেন শোবিজের সাঞ্জুজন রাহা তানহা খান, রাফসান শাবাব, মুসাফির সাঈদ, শিবলী নোমানসহ আরও অনেকে। 

বাংলাদেশে এটাই প্রথমবারের মতো সেলিব্রেটি ফুটসল ম্যানিয়া আয়োজিত হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণির তারকারা ফুটবল খেলবে ছয়টি দলের ভাগ হয়ে। এখানে চারটি দল ছেলে তারকাদের এবং দুটি দল মেয়ে তারকাদের। এই টুর্নামেন্টে আয়োজন করছে উইংস কমিউনিকেশনস। আয়োজক কমিটি থেকে উপস্থিত ছিলেন সৈয়দ জিহাদ হোসাইন, অর্নীল হাসান রাব্বি, সিফাত তন্ময়, মুরাদুর রহমান জিহান, এহসানুল করিম, আকিফ রায়হানসহ আরও অনেকে। 

চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে এই খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের সকল শ্রেণির তারকা। 

টুর্নামেন্ট প্রসঙ্গে উইংস কমিউনিকেশনসের স্বত্বাধিকারী সৈয়দ জিহাদ হোসাইন বলেন, ‘সিসিএল এ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল ভুল সুধরে আমরা এইবারের এই আয়োজন করতে যাচ্ছি। যেখানে বাংলাদেশের সকল শ্রেণির তারকারা থাকবে। টুর্নামেন্টে আমাদের অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডস, এফডিসি এবং আমাদের সিনিয়র শিল্পীদের সহযোগিতা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র শিল্পীরা আমাদের ব্যাপকভাবে সাপোর্ট করছেন। আশা করছি এইবারের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ, সুশৃঙ্খল ও গোছানো হবে। এবার যারা খেলবে তাদের প্রত্যেকেই পরিচিত মুখ। খেলাটি সরাসরি দেখা যাবে মিডিয়া পার্টনার টি-স্পোর্টসের পর্দায়।