ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা। ছবি: আমাদের সময়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে এ মহাসড়কের কোথাও যাত্রী ভোগান্তি নেই। স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিতভাবে কাজ করছে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ পুলিশের সকল ইউনিট কাজ করছে।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া অংশে মেঘনা সেতু থেকে গোমতী সেতু পর্যন্ত কোথাও কোনো যানজট নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গজারিয়ার অংশে, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ বেশকিছু জেলার মানুষ যাতায়াত করে থাকেন। প্রতিবছর ঈদযাত্রায় বাড়তি যানবাহনের চাপে তৈরি হয় যানজট কিন্তু এবার দেখা যাচ্ছে উল্টো। মহাসড়ক যানজট নেই তবে গতকাল সোমবারের চেয়ে ও যানবাহনের চাপ বেড়েছে এ মহাসড়কে।
কুমিল্লাগামী বাস চালক শাহজালাল ভুইয়া বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। এতে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে না। নির্দিষ্ট সময়েই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি।’
বাসযাত্রী মরিয়ম আক্তার বলেন, ‘দাউদকান্দি যাব। মহাসড়কের কোথাও যানজট নেই। এবার স্বস্তিতে ঘরে ফিরতে পারব বলে আশা করছি।’
ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘মহাসড়কের কোথাও কোনো ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আশা করছি ঈদ পর্যন্ত এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব করে যাচ্ছি।’