মহাসড়কে যানবাহনের চাপের সঙ্গে বাড়ছে ভোগান্তি

সাভার প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ১৫:৫৪
শেয়ার :
মহাসড়কে যানবাহনের চাপের সঙ্গে বাড়ছে ভোগান্তি

ঈদ উদযাপনে ঘরে ফিরছে মানুষ। গত দুই–এক দিনের তুলনায় মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ি ও যাত্রীদের চাপ। গতকাল সোমবার ঢাকার আশপাশের জেলাগুলোর গার্মেন্টস ছুটি হওয়ার পর রাত থেকে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তে থাকে যানবাহন ও যাত্রীর সংখ্যা। ফলে মহাসড়কে বিভিন্নস্থানে সৃষ্টি হয় যানজটের। সকাল গড়িয়ে বিকেলে হতে চললেও যানজটের দুর্ভোগের পিছু ছাড়েনি এ দুই মহাসড়কে চলাচলকারী যাত্রীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ দুই মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে চলছে যানবাহন। নবীনগর বাইপাইল মহাসড়কের বিভিন্ন ক্রসিং বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার পরও যানবাহনের বাড়তি চাপে থমকে গেছে যানবাহনের গতি।

এদিকে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের কারণে বাইপাইল কালিয়াকৈর অভিমুখী সড়ক সরু হয়ে পড়ায় থেমে থেমে সেখানেও তৈরি হচ্ছে যানজট।

যানজট নিরসনে ঢাকা জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ শিল্প পুলিশ, গোয়েন্দা পুলিশ ছাড়াও মহাসড়কের মোতায়েন করা হয়েছে র‍্যাব সদস্যদের।

যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল থেকে এই দুই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে রয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘জেলা পুলিশের প্রায় ১৫ সদস্য সড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে কাজ করছেন। এছাড়াও সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’