ইন্টারনেট বিভ্রাটে পাকিস্তান
আবারও ইন্টারনেট বিভ্রটে পড়েছে পাকিস্তান। আজ মঙ্গলবার কিছু সময়ের জন্য পুরো দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইতিমধ্যে সংযোগ ঠিক করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণ জানানো হয়নি। পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানায়, সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বিভ্রাট হয়ে থাকতে পারে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গত দুই মাসের এটা পাকিস্তানে দ্বিতীয়বার বিভ্রাটের ঘটনা। টেলিকমিউনিকেশন সূত্র জানিয়েছে, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এর আগে ৮ ফেব্রুয়ারি প্রায় সারাদিন দেশটিতে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি বন্ধ ছিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস