দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

রাজবাড়ী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ১৪:০২
শেয়ার :
দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

বাড়ি ফিরছে মানুষ। ছবি: আমাদের সময়

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে আজ মঙ্গলবার ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মানুষের ঢল নেমেছে। 

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে পার হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে আসা যাত্রীরা। 

একই চিত্র দেখা গেছে দৌলতদিয়া লঞ্চঘাটেও। প্রতিটি লঞ্চে উপচেপড়া ভিড়। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে পারাপার করছে লঞ্চগুলো। 

তবে যাত্রীর চাপ থাকলেও দৌলতদিয়া ঘাটে নেই কোনো ভোগান্তি। ফেরি ও লঞ্চ থেকে নেমেই চলে যাচ্ছে যে যার গন্তব্যে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এ নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি চলাচল করছে। সঠিক সিদ্ধান্ত ও ফেরি বাড়ানোর কারণে ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে মানুষ। 

দুপুরে ঘাট পরিদর্শনে এসে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ঘাটের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে।