আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ০৮:৪০
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দেবেন তিনি। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

ধর্মমন্ত্রীর কর্মসূচি:

সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে হিজরি শাওয়াল মাসের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তাপসের কর্মসূচি:

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বেলা ১১টায় পরিদর্শনে যাবেন তিনি। এরপর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন মেয়র তাপস।  

আতিকুল ইসলামের কর্মসূচি:

ডিএনসিসির মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলাম আগামীকাল নিম্নবর্ণিত কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

ঈদ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন সোসাইটির দারোয়ানদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন মেয়র আতিকুল ইসলাম। বেলা সাড়ে ১১টায় গুলশান-২ এ ডিএনসিসি নগর ভবনের হলরুমে বিতরণ অনুষ্ঠান শুরু হবে।

র‌্যাবের কর্মসূচি:

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। দুপুর আড়াইটার দিকে জাতীয় ঈদগাহে যাবেন তিনি। পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন র‌্যাব মহাপরিচালক।

ডিএমপির ব্রিফিং:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বেলা ১১টায় ব্রিফিং শুরু হবে।