বর্ষবরণ উৎসব

রিয়া চক্রবর্তী
০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
শেয়ার :
বর্ষবরণ উৎসব

কাক ও কোকিলের ডাকে ভোর হলো যেই, অমনি একটি বছর ডিঙিয়ে এসে গেল নতুন বছরের ভোর। ওদিকে পুবের আকাশও সোনারঙ মেখে সেজেছে। নতুন বছরের নতুন ভাবনা, নতুন স্বপ্ন, ইচ্ছেরা, ছোট্ট ছোট্ট পায়ে ভীরু চোখে এগিয়ে আসছে। তার চাই সঠিক আলো, ঠিকানা ও উত্তাপ।

বর্ষবরণ উৎসব...

আকাশের ঘুলঘুলিতে চোখ রেখে দেখি, একটি ছোট্ট নতুন বছর জ্বলজ্বল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তাকে কাছে ডাকতেই, সে মাঠ-ঘাট পেরিয়ে নড়বড়ে সাঁকোর ওপরে টগবগে ঘোড়ার মতো লাফিয়ে এলো আমাদের কাছে। মেঘেদের সাত ভাই সাত সাগরের জল সঙ্গে নিয়ে কাছে ডেকে নিলাম তাকে বড় আদরে।

নতুন বছরের আলোয়...

ওই দূরে যে মেয়েটি বাস করে, গরিবিয়ানার গর্বে যার মাটিতে পা পড়ে না, আজ হয়তো সে বাকি সবার মতো নতুন জামা পরে সাজবে না। তবু তার ছোট্ট কুঁড়েঘরে গুটি গুটি পায়ে এসে দাঁড়াবে নতুন বছরের ভোর। আর নতুন দিনের নতুন সূর্য উঁকিঝুঁকি দিয়ে তার কুঁড়েঘরের ফাঁকে সাতসকালে রামি গয়লানির মতো রাঙা পায়ে আলপনা এঁকে মিলিয়ে যাবে।

নতুন সূর্যের তাপ...

দূরে যে বৃদ্ধাশ্রম দেখা যাচ্ছে, সেখানে যে মা তার আদরের ছেলেটাকে একবার দেখার জন্য চোখ মেলে পথের দিকে বসে থাকে, যার দুচোখে সমুদ্রের ঢেউ প্রতিনিয়ত, হয়তো অন্যদের মতো সে নতুন শাড়ি পরে সাজবে না, নতুন বছর কিন্তু তাকে ভুলে যাবে না। ছোট্ট ছোট্ট পায়ে তার কাছে গিয়ে দাঁড়াবে। সে মা তার ব্যথা ভুলে সন্তানসম আদরে নতুনকে বুকে জড়িয়ে ধরবে।

শুরু হবে বর্ষবরণ উৎসব...

প্রচণ্ড যন্ত্রণায় যার পৃথিবীও কুঁকড়ে যায়, কক্ষচ্যুতি ঘটে স্বপ্নের, ইচ্ছেরা সব এলোমেলো হয়ে যায়, রাতের আকাশে শুকতারা আর সপ্তর্ষি চিনতে চিনতে যার রাত ভোর হয়ে গেছে, তার কাছেও কি আসবে নতুন বছরের নতুন ভোর? জড়িয়ে ধরবে তাকে পরম স্নেহে, আদরে, ভালোবাসায়? যদি আসে, তবে উজ্জ্বল হোক সে অন্যদের মতোই। সেই খুশির রঙ পৌঁছে যাক তার মনের প্রতিটি কোনায় সমানভাবে। আর ঠিক তখনই শুরু হোক তার বর্ষবরণ উৎসব।