নবাবগঞ্জে কৃষি জমির মাটিকাটা বন্ধের দাবিতে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২১:৫৬
শেয়ার :
নবাবগঞ্জে কৃষি জমির মাটিকাটা বন্ধের দাবিতে মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। পরে তারা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তিন ফসলি জমি রক্ষায় স্মারকলিপি দাখিল করেন।

মানববন্ধন বক্তারা বলেন, তেলেঙ্গা গ্রামের খুদু মেম্বার ও তার ছেলে আব্দুর রাজ্জাক হিরু তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে আসছে। এতে দিনদিন এ অঞ্চলের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তারা দক্ষিণ তেলেঙ্গা থেকে কৈলাইল সাইলকা ঘাট যাতায়াতের রাস্তার পাশে কবরস্থান সংলগ্ন কৃষি জমির মাটি কেটে পাশের ইটভাটায় বিক্রি করছে।

এ সময় উপস্থিত ছিলেন তাছের মোল্লা, আব্দুস সালাম, তামিম আহমেদ পাবেল, লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।