চোরাই পথে ভারতের কয়লা গুহায় গিয়ে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত অতিক্রম করে ভারতের কালা পাহাড়ে কয়লা গুহার ভিতরে পাথর চাপা পড়ে বাবুল মিয়া (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবক বাবুল মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামে মৃত কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ ভোরে কয়লা আনতে চাঁনপুর গ্রামের বাবুল মিয়াসহ ১০-১২ জনের একটি গ্রুপ চাঁনপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের কালা পাহাড় এলাকায় যান। এ সময় কয়লার গুহার ভিতর থেকে কয়লা বস্তা নিয়ে বেরিয়ে আসায় সময় হঠাৎ একটি বড় পাথরের খণ্ড ধসে বাবুলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কয়লা শ্রমিক বাবুল মারা যান। পরে অন্য শ্রমিকেরা নিহত বাবুলের বাড়িতে খবর দিলে স্থানীয়রা কয়লার গুহার ভিতর থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।