ঈদের আড্ডায় একঝাঁক তারকা
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে চার পর্বের আড্ডার অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। মাহফুজার রহমানের প্রযোজনায় এতে রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বদের পাশাপাশি অংশ নিবেন শোবিজের তারকা শিল্পীরাও। ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে রাজনীতিবিদদের নিয়ে আড্ডা।
এর আগে, দুপুর দেড়টায় ফেরদৌস বাপ্পীর সঙ্গে ঈদ আড্ডায় অংশ নিবেন সিনেমার তারকা মিশা সওদাগর, অপু বিশ্বাস, নিরব ও দীঘি। ঈদের দ্বিতীয় দিন একই সময় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় ঈদ আড্ডায় অংশ নিবেন নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম, চিত্রলেখা গুহ, তুষার খান ও আনিকা কবির শখ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অভিনেতা সাজু খাদেমের সঙ্গে আড্ডা দিবেন নাট্য দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম এবং এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট