পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ১২:০২
শেয়ার :
পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। প্রতিদিন বাস, ট্রেন, লঞ্চ-সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। গত কয়েক দিনের তুলনায় আজ সোমবার বেশিসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। 

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে।

এদিকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেকে কাটা লাইনে (ঘাট পর্যন্ত চলাচলকারী বাস) ঘাট পর্যন্ত আসছেন। তারপর লঞ্চ বা ফেরিতে পদ্মা পার হয়ে গন্তব্যে যাচ্ছেন। আর এ কারণে ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে লঞ্চে উঠছেন।  

ঘাট এলাকাকে যানজট মুক্ত রাখতে যাত্রীদের লঞ্চ ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে যাত্রীদের প্রায় আধা কিলোমিটার পায়ে হেঁটে লঞ্চ ও ফেরিতে উঠতে হচ্ছে।

শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নবীনগর থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট পর্যন্ত প্রায় এক হাজার পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নিয়োজিত আছে। ঘাটে এসে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৫টি ফেরি, ২২টি লঞ্চ ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ৫টি ফেরি ও ১০টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় এবার যানজট হয়নি। লঞ্চ পারাপারে যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে তাদের ফেরিতে পারাপার করা হচ্ছে। 

সোমবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। অনেকেই মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছেন। প্রতিটি ফেরিতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি।  

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এ নৌরুটে ১৭ টি ফেরি চলাচল করছে। বেশির ভাগ সময় দৌলতদিয়া থেকে খালি ফেরি পাটুরিয়া ঘাটে ছেড়ে যাচ্ছে।