ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তির ঈদযাত্রা

অনলাইন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১১:২৮
শেয়ার :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তির ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে।

আজ সোমবার সকাল থেকে মহাসড়কের ঘারিন্দা, রাবনা, রসুলপুর, এলেঙ্গা, সলা, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের টোল প্লাজা ঘুরে কোথাও কোনো যানজট দেখা যায়নি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৭০০টি যানবাহন পারাপার হয়েছে। এ সব যানবাহন থেকে প্রায় আড়াই কোটি টাকা টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, মহাসড়কে গত দুইদিনের তুলনায় আজ যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে।  সন্ধ্যার পর থেকে পরিবহনের চাপ বাড়তে পারে। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কে স্বস্তির ঈদযাত্রার জন্য প্রায় ৭ শতাধিক পুলিশ সদস্য কাজ করছেন।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সমন্বিত প্রদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত গুরত্বপূর্ণ পয়েন্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণ করা হয়েছে। ঈদের আগে ও পরে তিন দিন করে মহাসড়কের আমরা কোনো ট্রাক চলাচল করতে দিচ্ছি না। মহাসড়কে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেই যানবাহনগুলো অপসারণের জন্য আমরা রেকার স্ট্যান্ডবাই রেখেছি। টোল প্লাজা চালু রাখার জন্য জনবলসহ সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মিলে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারবে।