আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
র্যাবের কর্মসূচি:
ঈদুল-ফিতর উপলক্ষে রেলে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং নিরাপত্তা পর্যবেক্ষণ এবং বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সকাল সাড়ে ৮টায় কমলাপুর রেলস্টেশনে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
নাছিমের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢাকা মাহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা শেখ শেকান্দার আলীর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বেলা ১১টায় শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে বিতরণ শুরু হবে।
দুপুর সাড়ে ১২টায় সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন নাছিম। পরে দুপুর দেড়টায় আরামবাগ স্কুল অ্যান্ড কলেজে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানেও থাকবেন তিনি।
আলোচনা সভা:
২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসের ১১ বছর। বিভিন্ন আদালতে এ সংক্রান্ত যেসব মামলা চলমান রয়েছে সে বিষয়ে অবহিতকরণের জন্য বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আলোচনার আয়োজন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই আলোচনা।