বজ্রপাতে মরিচক্ষেতে কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ২১:২৯
শেয়ার :
বজ্রপাতে মরিচক্ষেতে কৃষকের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে শহিদ মিয়া (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রাজঘাট নামক হাওরে এ ঘটনা ঘটে। নিহত শহিদ উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শহীদ নিজ মরিচ ক্ষেতে পরিচর্যা করছিলেন। সকাল ১১ টার দিকে গুরিগুরি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় কয়েকজন কৃষক মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। ডিসি স্যারের সঙ্গে কথা হয়েছে, বরাদ্দ পাওয়া মাত্রই নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করব। খালিয়াজুরী উপজেলা পরিষদ থেকেও সর্বোচ্চ আর্থিক সহায়তা প্রদান করা হবে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, বজ্রপাতে কৃষক শহীদ মিয়া নিহত হওয়ায় অপমৃত্যুর মামলা হয়েছে।