হাসপাতালে ভর্তি জাতীয় পতাকার প্রথম নকশাকার শিব নারায়ণ দাস

অনলাইন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৯:২০
শেয়ার :
হাসপাতালে ভর্তি জাতীয় পতাকার প্রথম নকশাকার শিব নারায়ণ দাস

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরুর সঙ্গে সবুজ জমিতে বাংলাদেশের হলুদ মানচিত্র খচিত পতাকা জাতিকে নতুন স্বপ্নে উদ্দীপ্ত করেছিল। সেই পতাকার প্রথম নকশাকার যিনি তার নাম শিব নারায়ণ দাস। বঙ্গবন্ধুর নির্দেশে সবুজের বুকে বাংলাদেশের হলুদ মানচিত্রাঙ্কিত সেই পতাকার সংস্কার করেছিলেন শিল্পী কামরুল হাসান। 

কুমিল্লার কৃতিসন্তান তৎকালীন ছাত্রলীগকর্মী, বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস আজ বার্ধক্যজনিত অসুস্থতায় ধুঁকছেন রাজধানীর শমরিতা হাসপাতালে কিন্তু বাংলাদেশের কোনো সাংস্কৃতিক সংগঠন বা সরকারের কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত খোঁজ খবর নেয়নি তার।  

আজ রবিবার আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের বাংলাদেশ শাখার সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক নাসির আহমেদসহ সংগঠনের কয়েকজন সদস্য ৭ এপ্রিল বিকেলে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসকে দেখতে হাসপাতালের কেবিনে যান। দূর থেকে দেখার অনুমতি সাপেক্ষে তাকে দেখেন এবং আলোকচিত্র গ্রহণ করেন। 

এ সময় তার স্ত্রী জানান বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাজাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে তার স্বামীর চিকিৎসা চলছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এবিএম হারুন তার সার্বিক তত্ত্বাবধান করছে। 

শিব নারায়ন দাসের স্ত্রী গীতশ্রী বলেন, ‘উনি কারো কাছে কিছু বলতে চান না। আর ডাক্তারের নিষেধ আছে ওনার কাছে যাওয়ার। কেননা তিনি নিউমোনিয়ায় ভুগছেন। সংক্রমণের শঙ্কায় চিকিৎসক আমাকে ছাড়া কাউকে কেবিনে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। চারদিন আইসিইউতে থাকার পর ৬ এপ্রিল কেবিনে দিয়েছে।’

আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের বাংলাদেশ শাখার পক্ষ থেকে আজ এই গুণী মানুষকে সামান্য আর্থিক সহযোগিতা করা হয়।