সায়েদাবাদে যাত্রীদের কাছে যা জানতে চাইলেন আইজিপি

অনলাইন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৫৮
শেয়ার :
সায়েদাবাদে যাত্রীদের কাছে যা জানতে চাইলেন আইজিপি

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে বাস যাত্রীদের সঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার পর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন তিনি।

পরিদর্শনকালে আইজিপি দূরপাল্লার যাত্রীদের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, এসব বিষয়ে জানতে চান। এছাড়া পরিবহন শ্রমিকদের সঙ্গে ঈদযাত্রার বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

এ সময় আইজিপি’র সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার প্রমুখ।

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সদরঘাট লঞ্চ টার্মিনাল, পরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করার কথা রয়েছে আইজিপির।