কাজের চাপ দেওয়ায় গুন্ডা দিয়ে সহকর্মীকে মারধর

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৪০
শেয়ার :
কাজের চাপ দেওয়ায় গুন্ডা দিয়ে সহকর্মীকে মারধর

কাজের চাপ দেওয়ায় গুন্ডা ভাড়া করে এক কর্মীকে পিটিয়েছেন সহকর্মীরা। ভারতের বেঙ্গালুরুর কল্যাণ নগরে ঘটেছে এই ঘটনা। এরই মাঝে হত্যাচেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, লোহার রড দিয়ে ওই ব্যক্তিকে মারধর করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে ওয়াসিম নামে এক ব্যক্তি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। এর পর পুলিশ ভুক্তভোগীকে খুঁজে বের করে ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর নাম সুরেশ। বেঙ্গালুরুর একটি দুগ্ধজাত পণ্য সংস্থায় কাজ করেন। অভিযুক্ত উমাশঙ্কর এবং বিনেশ হলেন সুরেশের সহকর্মী। পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাজের চাপ দেওয়ায় সুরেশকে গুন্ডা দিয়ে মারধর করিয়েছেন ওই দুজন।

অভিযুক্ত উমাশঙ্কর এবং বিনেশ জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে তাদের ওপর চাপ দিতেন সুরেশ। তবে সুরেশ পাল্টা দাবি করেছেন, বিনেশ এবং উমাশঙ্করের কাজে ঢিলেমি ছিল।