প্রশংসায় ভাসছে ‘ডেডবডি’র ট্রেলার
আসন্ন ঈদে মুক্তির তালিকায় রয়েছে একগুচ্ছ সিনেমা। এর মধ্যে ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’। এতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর রীতিমতো এর প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
সিনেমার নির্মাতা মোহাম্মদ ইকবাল বলেন, ‘ট্রেলার দেখে অনেকেই ফোন ও এসএমএস করেছে। সবাই এর প্রশংসা করছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি, পুরো সিনেমাটি সবার ভালো লাগবে। ভৌতিক গল্পের এই সিনেমার ভিএফএক্স, কালার গ্রেডিং, সাউন্ড- সব কিছুতেই বিশেষ নজর রাখা হয়েছে। ছবিটি দেখে সবাই বলবে- দারুণ হয়েছে!’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমাটি প্রসঙ্গে গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমাদের ছোট ভাই মোহাম্মদ ইকবাল সিনেমাটি হলিউডের স্টাইলে বানিয়েছে। অ্যানিমেশনগুলো দুর্দান্ত হয়েছে! আমার মন বলছে, এটি ঈদে খুব ভালো ব্যবসা করবে।’
মোহাম্মদ ইকবাল জানান, ট্রেলারের যেমন ভৌতিক রহস্য লুকিয়ে আছে, তেমনি অ্যাকশন ও রোমান্টিকতার ছোঁয়াও রয়েছে। বলা যায়, ট্রেলারেই যেন বাজিমাত করেছে ‘ডেডবডি’। আর ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের সিনেপ্লেক্সগুলোতে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট