‘ঈদে আমার কোনো আনন্দ নেই’

বিনোদন প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৪, ১২:১৯
শেয়ার :
‘ঈদে আমার কোনো আনন্দ নেই’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। বর্তমানে সিনেমার প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ‘লিপস্টিক’ টিম।

সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘ঈদে শিল্পীরা কেউ কারো সঙ্গে প্রতিযোগিতা করতে আসছে না। আসছে ভালো গল্প নিয়ে। এই ঈদে অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে। প্রতিটি ছবিই এগিয়ে থাকবে তার গল্পের কারণে। “লিপস্টিক” একটি রোমান্টিক থ্রিলার গল্পের ছবি। দর্শকরা দেখলে আনন্দ পাবেন।’

এই সিনেমায় দুই চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘এই ছবিতে আমি দুটি চরিত্রে অভিনয় করেছি। চরিত্র দুটি একেবারে বিপরীতধর্মী। এবারই প্রথম এমন দুই চরিত্রে একসঙ্গে কাজ করলাম। গল্পে আমাকে গ্রামের কিশোরী আবার সিনেমার একজন জনপ্রিয় নায়িকা হিসেবে দেখা যাবে। চরিত্র দুটি বৈচিত্র্যময়। সিনেমাটি না দেখলে দর্শক তা বুঝবে না।’


এদিকে, কিছুদিন আগেই মা হারিয়েছেন পূজা চেরি। এখন সব আনন্দই তার কাছে ফিকে। মাকে ছাড়া ঈদ! ভাবতেই পূজার চোখ ভেসে ওঠে জলে। নায়িকার কথায়, ‘এবারই প্রথম মা ছাড়া কোনো সিনেমার প্রচার করছি। এই যে হাসছি, কথা বলছি মনে হচ্ছে মা আমার সঙ্গেই আছে। মাকে খুবই অনুভব করছি। তবে মায়ের স্পর্শ খুব মিস করছি। মায়ের কণ্ঠটা কতদিন হয়েছে শুনিনা। ঈদে আমার কোনো আনন্দ নেই।’

পূজা চেরি আরও বলেন, ‘আমার মায়ের স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। সেই স্বপ্নগুলো পূরণ করতেই এগিয়ে যাচ্ছি। মা নিশ্চই সব দেখছেন।’