আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

সেতুমন্ত্রীর কর্মসূচি: 

বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি: 

বিকেলে পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি: 

বিকেল ৩টায় মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে ওআইসিভুক্ত দেশগুলোর দূতাবাস এবং কুয়েত রিলিফের সৌজন্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর কর্মসূচি: 

দুপুর দেড়টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘টেলিকম ট্যাক্সেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি থাকবেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

অর্থ প্রতিমন্ত্রীর কর্মসূচি: 

দুপুর ২টায় পল্টনে ইআরএফ কার্যালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।

অ্যাডভোকেট কামরুল ইসলামের কর্মসূচি: 

সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ নয়াবাজার স্কুলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বিএনপির কর্মসূচি: 

বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ডিএনসিসির কর্মসূচি: 

বেলা ১১টায় মাহে রমজান উপলক্ষে ডিএনসিসির উদ্যোগে এবং চীন দূতাবাসের সহযোগিতায় ভাসানটেক বস্তিতে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন মেয়র মো. আতিকুল ইসলাম। উপস্থিত থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।