ভারতের কড়া হুঁশিয়ারির জবাবে যা বলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ২১:৪০
শেয়ার :
ভারতের কড়া হুঁশিয়ারির জবাবে যা বলল পাকিস্তান

ভারতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টার পর সে পাকিস্তানে পালিয়ে গেলে দেশটিতে গিয়ে তাকে হত্যা করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আজ শনিবার এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।  

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের জবাব দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘উত্তেজনাকর মন্তব্য’ হিসেবে অভিহিত করেছে। গত ২৫ জানুয়ারি পাকিস্তানের ভূমিতে ঢুকে ভারত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। 

বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের এই দাবি সন্ত্রাসীদের দমনের নামে পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যার প্রস্তুতি বলে দোষ স্বীকার করে নেওয়ার মতো। জঘন্য ও বেআইনি কর্মকাণ্ডের জন্য ভারতকে জবাবদিহির আওতায় আনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য।’ 

 এতে বলা হয়, পাকিস্তান তার স্বার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ, যেমটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের বেপরোয়া আগ্রাসন প্রতিহত করে জানান দিয়েছে। যা ভারতের সামরিক শক্তির ফাঁপা দাবি প্রকাশ পেয়েছে। 

বিবৃতিতে বলা হয়, অভ্যাসগতভাবে ভারতীয়রা উগ্র-জাতীয়তাবাদী মূল্যবোধসম্পন্ন বক্তব্য দেন। নির্বাচনে জয়লাভের জন্য এ ধরনের বক্তব্যের অপব্যবহার করা হয়।

পাকিস্তান তাদের বিবৃতিতে বলছে, ‘পাকিস্তান সব সময়ই এ অঞ্চলে শান্তি বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। যদিও আমাদের শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ভুল প্রমাণিত হবে না। ইতিহাস পাকিস্তানের দৃঢ় সংকল্প ও নিজেদের রক্ষা ও শত্রুর প্রতিহত করার শক্তির সাক্ষ্য দেয়।’ 

এর আগে গতকালর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাকে প্রতিহত করা হবে। এমনকি ওই ব্যক্তি পাকিস্তানে পালালেও দেশটিতে ঢুকে হত্যা করা হবে।

রাজনাথ সিং বলেন, ‘ভারত কখনো কোনো দেশে হামলা করে না। এমনকি কোনো দেশে হামলা করার অভিপ্রায়ও ভারতের নেই। ভারত কোনো এলাকা দখলের চেষ্টা করছে না। তবে, ভারতের শান্তির পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে ছেড়ে দেওয়া হবে না।’