ঈদে ‘ইমরান শো- বকুলও চন্দনে গানেরও বন্ধনে’
এবার টেলিভিশনের পর্দায় প্রথমবার উপস্থাপনা করবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় গানের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। অনুষ্ঠানের নাম ‘ইমরান শো- বকুলে চন্দনে, গানের বন্ধনে।’
অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া পুরোনো সাতটি গান এ প্রজন্মের ১০ জন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে শোনা যাবে।
উপস্থাপনার পাশাপাশি ইমরান তারই সুর করা নিজেও চন্দন সিনহার গাওয়া একটি গান পরিবেশন করবেন। পুরো অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন গীতিকার কবির বকুল ও শিল্পী চন্দন সিনহা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উপস্থাপনার ব্যাপারে ইমরান বলেন, ‘টেলিভিশনে আগে কখনো উপস্থাপনা করিনি। প্রথমে ভয় পাচ্ছিলাম। কারণ একটি অনুষ্ঠান উপস্থাপনা করা সহজ কাজ নয়। তাও আবার আমার দুই প্রিয় ব্যক্তিকে নিয়ে। আর আমার অভিজ্ঞতাও নেই। পরে কবির বকুল ভাইয়ের কাছ থেকে অনুষ্ঠানটির পুরো পরিকল্পনা জানলাম। শুনলাম, তার লেখা আমার প্রিয়শিল্পী চন্দনদার গাওয়া কিছু গান অনুষ্ঠানটিতে আমাদের নতুন প্রজন্মের সহশিল্পীরা গাইবেন। তাছাড়া বকুল ভাই ও চন্দন ভাইয়ের সঙ্গে আমার আগে থেকেই কাজের অভিজ্ঞতা আছে। সব ভেবে পরে রাজি হলাম।’
গত ২৯ তারিখ শুক্রবার অনুষ্ঠানটির শুটিং শুরু হয়েছে এফডিসিতে। ওইদিন বিকেলে ইমরান বলেন, ‘প্রথম হলেও কোনো সমস্যা হচ্ছে না। কোনো চিত্রনাট্য নিয়ে মুখস্থ করে উপস্থাপনা করা লাগছে না। বাস্তবের মতো আড্ডার ছলেই কাজটি করতে পারছি। কারণ, যে ১০ জন শিল্পী গান করছেন, তারা সবই আমার কাছের সহশিল্পী। ফলে হেসে-খেলেই কাজটি করতে পারছি। বেশ মজা করেই কাজটি করছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সাতটি গানে কণ্ঠ দিচ্ছেন রাজিব, অয়ন চাকলাদার, কিশোর, সাব্বির, খেয়া, সিঁথি সাহা, আতিয়া আনিসা, মাহতিম সাকিব, মুহিন ও ইমরান মাহমুদুল।
অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচারিত হবে।