‘মাফিয়া’ হয়ে আসছেন তারা
‘মাফিয়া’ ওয়েব সিরিজের পোস্টার
গল্পটি আন্ডারওয়ার্ল্ডের। যিনি সব সময় থেকে যান ধরাছোঁয়ার বাইরে। একসময় গডফাদার স্বার্থসিদ্ধির জন্য নিজের লোকদের মধ্যে একজনকে দিয়ে আরেকজনকে কিলিং, অপহরণ থেকে শুরু করে যেকোনো ধরনের অপকর্ম করান।
কিন্তু এর ভেতরের গল্পটি থাকে অন্যরকম। দেখা যায়- এ সন্ত্রাসী গোষ্ঠীর আঁচল তার ডিশ ব্যবসায়ী বাবাকে প্রথম হারায়। ডিশের ব্যবসা নিয়ে কোন্দল এলাকায় এলাকায়। একে কেন্দ্র করে কাউন্সিলরের সঙ্গে সন্ত্রাসীদের গন্ডগোল শুরু হয়। সেখান থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ চলে যায় নোনি ভাইয়ের হাতে। গল্পটি ‘মাফিয়া’র।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ঈদ আনন্দে নাগরিক টিভির পর্দায় প্রচার হবে সাত পর্বের ওয়েব সিরিজ ‘মাফিয়া’। সিরিজটি দেখানো হবে ঈদের দিন থেকে টানা সাত দিন। শাহিন সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আচঁল, ইমন, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, আনিসুর রহমান মিলন, সাইফ খান, ডন, শিবা শানুসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নির্মাতা জানান, ‘মাফিয়া’ প্রচার হবে প্রতিদিন রাত ৯টায়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’