‘কোক স্টুডিও বাংলা’র পরিচালনায় আদনান আল রাজীব
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব আগেই জানিয়েছিলেন মার্চ-এপ্রিলে আসবে তাদের নতুন অর্থাৎ তৃতীয় সিজন। ইতিমধ্যেই শুরু হয়েছে তৃতীয় সিজনের শুটিং। এই আসর পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
তিনি জানান, এখন শুটিং চলছে। কিছুদিন আগেই শুরু হয়েছে। এই সিজনে দারুণ এবং চমকপ্রদ কিছু থাকছে। তবে এখনই কিছু বলা যাবে না। খুব শিগগিরই এজেন্সি থেকে ঘোষণা আসবে।
আদনান আল রাজীবের কথায়, ‘এই ভালোবাসা শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
খোঁজ নিয়ে জানা গেছে, এই সিজনের একাধিক গানের ভিডিও নির্দেশনায় থাকবেন আদনান আল রাজীব। ইতিমধ্যে কিছু অংশের শুটিং শেষ হয়েছে, বাকি অংশের কাজও শেষ হবে খুব শিগগিরই।
উল্লেখ্য, ২০০৮ সালে কোক স্টুডিও’র যাত্রা শুরু হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসে কোক স্টুডিও বাংলা (সিএসবি)। শুরু হওয়ার পর থেকেই বৈচিত্র্যময় ধারার প্রতিভাদের একত্রিত করে সৃজনশীল ও নতুন ধারার সংগীত সৃষ্টির মাধ্যমে সংগীত জগতে আলোড়ন তৈরি করে প্ল্যাটফর্মটি। যুগান্তকারী দুটি সিজনে কোক স্টুডিও বাংলা দিয়েছে সংগীতে নতুন প্রাণের ছোঁয়া। অতিক্রম করেছে দেশের সীমানা, প্রশংসা কুড়িয়েছে ভক্ত ও শিল্পী সবার কাছেই।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট