রাস্তাঘাটের লোকজনও নির্বাচন করছে: ময়ূরী

বিনোদন ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১৩:২৬
শেয়ার :
রাস্তাঘাটের লোকজনও নির্বাচন করছে: ময়ূরী

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাস্তাঘাটের লোকজন অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আলোচিত-সামালোচিত চিত্রনায়িকা ময়ূরী। সম্প্রতি নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস একথা বলেন অন্ধকার যুগের আলোকিত এই অভিনেত্রী

ময়ূরীর কথায়, ‘শিল্পী সমিতির নির্বাচনে এখন রাস্তাঘাটের লোকজনও ইলেকশন করছে তাও আবার সাধারন সম্পাদক।’

চিত্রনায়িকা নিপুণ নাকি ডিপজল? কাকে নিয়ে তার এমন মন্তব্য। খোঁজ নিয়ে জানা যায়, তাদের দুজনের কাউকে উদ্দেশ্য করে নয়; কথাটি তিনি বলেছেন শ্রাবণ শাহ নামের একজনকে! স্বতন্ত্র প্রার্থী হয়ে ‘সাধারন সম্পাদক’ পদে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন।

ময়ূরী কারো নাম উল্লেখ না করলেও শ্রাবণ শাহকে নিয়ে এই মন্তব্য করেছেন বলে সিনেমা সংশ্লিষ্টদের ধারণা।

জানা যায়, এক সময় ময়ূরী ও শ্রাবণ শাহ একসঙ্গে বিভিন্ন মঞ্চে কাজ করতেন। দুজনের মধ্যে সুসম্পর্কও গড়ে উঠেছিল। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। তাই শ্রাবণ শাহর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ময়ূরী।