আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ০৮:২৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সেতুমন্ত্রীর কর্মসূচি:

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর মহাসড়ক) এর আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে যুক্ত হবেন তিনি।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি:

বেলা ১১টা থেকে ১২টায় দক্ষিণ বনশ্রী জামে মসজিদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করবেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এরপর দুপুর ১২টা থেকে ১টায় ত্রি মোহিনী স্কুল রোডে ৭৫ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করবেন তিনি। এ ছাড়া দুপুর দেড়টা থেকে আড়াইটায় বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কে জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য বিতরণ করবেন মন্ত্রী। আর বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টায় ত্রি খিলগাঁও মডেল কলেজে ১ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করবেন সাবের হোসেন চৌধুরী।

বাহাউদ্দিন নাছিমের কর্মসূচি:

বেলা ১১টায় পল্টন কমিউনিটি সেন্টারে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতর করবে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।

যুবলীগের কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় মতিঝিল টি এন্ড টি স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করবে যুবলীগ। এতে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ।

মেয়র আতিকুলের কর্মসূচি:

গুলশান সোসাইটির আয়োজনে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। দুপুর পৌনে ২টায় গুলশানে ইডেন বলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির কর্মসূচি:

বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এরপর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলটির নিহত নেতাকর্মীদের পরিবারের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। রোজা ইস্কাটন লেডিস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী কর্মসূচি:

সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী দেয়া হবে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কর্মসূচি:

বেলা ১১টায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সুশীল সমাজের লোকজন আসন্ন ঈদে গাবতলী বাস টার্মিনালে যাত্রী সাধারণের যাতায়াত পরিস্থিতি ও অভাব অভিযোগ সরেজমিন পর্যবেক্ষণ করবেন।