ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ নেই: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এখন অস্তিত্ব নেই। ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই। ঈদযাত্রায় মানুষ নিবিঘ্নে নাড়ির টানে বাড়ি ফিরতে পারবেন। কোনো অনিয়ম চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শুক্রবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ব্যবিলন রিসোর্সেস লিমিটেডের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘নারীর ক্ষমতায়নের লক্ষে নারীদের স্বাবলম্বী করতে আজ কম্পিউটার দেওয়া হচ্ছে। এসবই প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার কারণেই পাচ্ছেন। ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ প্রদান করে আরও যেন আনন্দ বাড়িয়ে দিয়েছেন। এ ল্যাপটপের সঠিক ব্যবহার করতে হবে। নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে বলে আশা রাখি।’
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, জেলা আইসিটি অফিসার জোনায়েদ বিন ফেরদৌস প্রমুখ। এ সময় ৭৫ জন প্রশিক্ষিত নারীকে ল্যাপটপ দেওয়া হয়।