চাচার সঙ্গে মাঠে গিয়ে ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যু
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রলির চাপায় পিষ্ট হয়ে পারভেজ হোসেন (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত পারভেজ প্রথম শ্রেণির ছাত্র ছিল।
আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মো. বিপুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে চাচার সঙ্গে মাঠে জৈব সার দেওয়া ট্রলিতে চড়ে পারভেজ। ট্রলিতে থাকা সারের গাদায় পিঁপড়া ছিল। পিঁপড়া শিশুটির পায়ে কামড় দিলে, তার হাতে ধরা ট্রলির অংশ ছেড়ে দেয়। এতে সে নিচে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। শিশুদের প্রতি সকলের যত্নশীল ও সতর্ক থাকা উচিত।