বিশ্বকাপ উপলক্ষে যে ২৩ ক্রিকেটারের ভিসা করা হচ্ছে
সদ্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এর আগে খেলেছে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজও। তবে সামনে আপাতত দীর্ঘ সংস্করণের আর কোনো খেলা নেই। এই মাসের শেষের দিকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এর পরের সিরিজ বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৩ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার কিছুদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে বিশ্বকাপ। এই উপলক্ষে গতকাল যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে ভিসার কার্যক্রম শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মোট ২৩ ক্রিকেটার ভিসার কার্যক্রম সেরেছেন।
শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি দলের বাইরে ভিসার কাজ সেরেছেন নাসুম আহমেদ, আফিফ হোসেন, জাকির হাসান ও খালেদ আহমেদ। আগে থেকেই ভিসা ছিল সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটারদের।
এদিকে, আইপিএলের ৩ ম্যাচ খেলে এই ভিসা প্রক্রিয়া সারতেই জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। পাসপোর্ট পেলে আবারও ভারতের উদ্দেশে রওনা দিবেন বাঁহাতি এই পেসার। মূলত, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল। বিশ্বকাপে এখান থেকেই ২৭ ক্রিকেটারকে বেছে নেওয়া হবে।
আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে পা দেওয়ার কথা জিম্বাবুয়ের। ৫ ম্যাচের মধ্যে ৩টি টি-টোয়েন্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে সফরকারীরা। ম্যাচ তিনটি হবে ৩, ৫ ও ৭ মে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরের দুইটি ম্যাচ হবে ১০ ও ১২ মে। আর যুক্তরাষ্ট্রের হিউস্টনে ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিকদের বিরুদ্ধে খেলবে বাংলাদেম।
বিশ্বকাপের উপলক্ষে ভিসা করছেন যারা
নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকির হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, আফিফ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
আগে থেকেই ভিসা আছে
সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহান।