আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
ওবায়দুল কাদেরের কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা ১১টায় মানিকমিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি শুরু হবে।
পরিবেশমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
দুপুর আড়াইটায় গোলারবাড়ি ব্রিজ নন্দী পাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এরপর বিকেল ৪টায় মানিকদিয়ায় এমআই দাখিল মাদ্রাসায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন তিনি।