রাহুলের সম্পদ ৫ বছরে বেড়েছে পাঁচ কোটি
সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সম্মতি গত ৫ বছরে বেড়েছে প্রায় ৫ কোটি রুপি। তার হাতে নগদ অর্থ রয়েছে ৫৫ হাজার রুপি। আর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২৬ লাখ ২৫ হাজার রুপি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের দপ্তারে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভি।
হলফনামায় বলা হয়েছে, ২০১৯ সালে রাহুলের সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি ৮৯ লাখ রুপি, সেটি বেড়ে এবার দাঁড়িয়েছে ২০ কোটি ৪ লাখ রুপি। শেয়ার মার্কেটেও আছে রাহুলের বিনিয়োগ। আর গত ৫ বছরে রাহুলের সম্পত্তি বেড়েছে ৫ কোটি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রাহুল গান্ধীর ২০ কোটি রুপির সম্পদ আছে। কিন্তু কেরালার ওয়েনাড়ে আসনে লোকসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হলফনামা অনুসারে তার কোনো গাড়ি বা আবাসিক ফ্ল্যাট নেই।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস