থানচি বাজারে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ২১:৩৭
শেয়ার :
থানচি বাজারে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি

বান্দরবানের থানচি বাজারে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি বাজারে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে থানচি বাজার সংলগ্ন এলাকায় গোলাগুলি শুরু হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীন আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে আমাদের গোলাগুলি চলছে। অন্ধকারের মধ্যে বুঝতেছি না যে সন্ত্রাসীরা কারা।’ 

থানচি বাজারের ২০০ থেকে ৩০০ গজের ভেতরেই রয়েছে থানচি থানা, বিজিবির একটি ক্যাম্প এবং থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে সোনালী ব্যাংক ডাকাতি করে নগদ ২ কোটি টাকা এবং পুলিশ ও আনসার সদস্যের ১০টি অস্ত্র লুট করে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। এ সময় তারা নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকেও অপহরণ করে।

অন্যদিকে, গতকাল বুধবার দুপুরে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখায় হামলা চালিয়ে ডাকাতি করে সন্ত্রাসীরা।