মাঠে আপত্তিকর অবস্থায় প্রেমিকসহ ধরা প্রবাসীর স্ত্রী
বাড়ির পাশে খোলা মাঠের মধ্যে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার রাত ২টার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ৪ নম্বর সারপুকুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রেলগেট সংলগ্ন খোলা মাঠ থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সারপুকুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রেলগেট সংলগ্ন এলাকার সৌদি প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে একই এলাকার মেহেদী হাসান মিলনের (১৬) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত মঙ্গলবার রাত ২টার দিকে বাড়ির পাশে খোলা মাঠের মধ্যে আপত্তিকর অবস্থায় ধরা প্রবাসীর স্ত্রীকে নিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন মিলন। পরে বিষয়টি সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে জানানো হলে তিনি চৌকিদার মাধ্যমে আটকদের পরিষদে নিয়ে আসেন। তবে ঘটনাটির কোনো মিমাংসা না হওয়ায় আজ দুপুরে তাদের থানায় পাঠানো হয়।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, ছেলে এবং মেয়ের অভিভাবককে ডেকেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।