ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৪
শেয়ার :
ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক মিল্টন (৩৮) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মোতাহার মিয়ার ছেলে মিল্টন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কালিয়া বাজারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারচালক মিল্টন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা  উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমন বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।