বউয়ের কাছে মোশাররফ করিমের শপথ!
মাসুদ ও ময়নার অভাবের সংসার। কারণ মাসুদ কোনো কাজ করে না। দিনরাত নেশা করে আর বউ ময়নার সঙ্গে ঝগড়া করে। একে অপরের গায়ে হাতও তোলে। ময়নাও খুব খিটখিটে স্বভাবের হয়ে গেছে। সে বাসা বাড়িতে কাজ করে সংসার চালায়। আর মাসুদ ঘরের জিনিসপত্র চুরি করে আসাদ নামের এক লোকের কাছে বিক্রি করে।
ময়নাকে খুব আদর করে পাশের বাড়িতে থাকা এক বৃদ্ধা। একদিন মাসুদকে ডেকে সে জানায়, ময়না গর্ভবতী। মারধর, ঝগড়া না করে খেয়াল রাখার। এমন কথা শুনে মাসুদ খুশি হয়ে যায়। ময়নার কাছে শপথ করে- এখন থেকে কাজ করার আর নেশা না করার। সঙ্গে এও বলে ময়নাকে কাজে না যাওয়ার।
একদিন মাসুদ কাজ না পেয়ে আসাদের কাছে টাকা ধার চায়। যে সুযোগের অপেক্ষায় ছিল আসাদ! তখন সে মাসুদকে নিয়ে নেশা করতে যায় ও ময়নাকে নিয়ে বাজে কথাও বলে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে মাসুদ নেশা করে বাড়ি ফেরার পর ময়না তা দেখে রেগে যায়। কারণ সে শপথ করেছিল নেশা করবে না। শুরু হয় ঝগড়া, এক পর্যায়ে ময়নাকে জোরে ধাক্কা মারে মাসুদ। ময়না পরে দিয়ে পেটে মারাত্মক আঘাত পায়। মাসুদ হতভম্ব হয়ে যায়! এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘নেশার লাটিম’।
নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সামিরা খান মাহি। চয়ন দেবের রচনায় এটি নির্মাণ করেছেন সোহেল হাসান। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপুসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নির্মাতা জানান, ‘নেশার লাটিম’ প্রচার হবে ঈদের দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে।