ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে বাসচাপায় গেল ৩ প্রাণ

অনলাইন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১০:১৭
শেয়ার :
ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে বাসচাপায় গেল ৩ প্রাণ

রংপুরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুল রহমানের ছেলে নাহিদ (২১), জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম।

পুলিশ জানিয়েছে, ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন তারা। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে নাবিল পরিবহনের ঢাকাগামী একটি বাস কাউনিয়াগামী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

এ ঘটনায় বাসচালক ও সহকারী পলাতক রয়েছে। তবে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।