আগুনে পুড়ল কৃষকের ৬ বিঘা পাকা গম
নাটোরের বাগাতিপাড়ায় নাড়া পোড়াতে গিয়ে প্রায় ৬ বিঘা জমির পাকা গম পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকার মাছিমপুর ফসলের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, পুড়ে যাওয়া গমের বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
স্থানীয়, ক্ষতিগ্রস্ত কৃষক ও ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, নিজ জমির গম কাটা শেষ হওয়ায় ক্ষেত পরিষ্কারের জন্য আয়নাল নামের স্থানীয় এক কৃষক ও তার স্ত্রী নাড়া (গমের গোড়ার অংশ) পোড়ানোর জন্য আগুন দেন। কিছু সময় পরেই সেই আগুন পাশের জমিগুলোর পাকা গম ক্ষেতে ধরে যায়। ঘটনার সময় অন্যান্য জমির কৃষকরাও মাঠে ছিলেন না। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং গম পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক জমসেদ, আমজাদ, জিলহাজসহ আরও অনেকে জানান, এক বিঘা জমিতে প্রায় ১৫ মণ গম উৎপাদন হয়। সে হিসেবে ৬ বিঘা জমিতে প্রায় ১০০ মণ গম পুড়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। দুই-এক দিনের মধ্যেই গম কেটে ঘরে তোলার প্রস্তুতি চলছিল। গম বিক্রির টাকায় ঋণ শোধের পাশাপাশি সংসার খরচ মিটতো। কিন্তু একজন কৃষকের অবহেলায় সব ইচ্ছাই শেষ হয়ে গেল।
তারা আরও বলেন, যেহেতু একটা দুর্ঘটনা ঘটেই গেছে, এখন তো কিছু করার নেই। তাই গ্রাম্য সালিসের মাধ্যমে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
দয়ারামপুর ফায়ার স্টেশনের লিডার নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামীতে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।