ঈদ বোনাস দেওয়ার আগের দিন কারখানা বন্ধ

সাভার প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ১৭:২৯
শেয়ার :
ঈদ বোনাস দেওয়ার আগের দিন কারখানা বন্ধ

শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার নির্ধারিত তারিখের এক দিন আগে একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কাউন্সিল বাজারের ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেডে কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে  বন্ধ দেখতে পান। এ সময় কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভে নামেন। পরে তাদের বুঝিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।

কামাল হোসেন নামের এক শ্রমিক জানান, আগের দিনও কারখানার কাজ করেছেন তারা। আজ সকালে কারখানায় এলে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের জানানো হয়, আজ কারখানা বন্ধ। আগামীকাল বৃহস্পতিবার শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও তার আগের দিনই কারখানা বন্ধ করে দেওয়া হলো।

কারখানা বন্ধের কথা আগের দিন শ্রমিকদের জানানো হয়নি। কী কারণে কারখানা বন্ধ রাখা হলো, তাও জানেন না শ্রমিকরা। তাই কারখানা বন্ধের কারণ জানতে আজ জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করেন শ্রমিকরা। তবে ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় কারখানার সামনেই শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন শ্রমিক আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা বলেন, ‘মালিকপক্ষ বেতন প্রদানে গড়িমসি করছে। তাই কারখানা বন্ধ রাখা হয়েছে।’

প্রতিষ্ঠানটির এডমিন ম্যানেজার নুরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনের কল কেটে দেন। পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এএসপি রাশেদুল বারি বলেন, ‘শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি বেতন দিতে না পেরে কারখানা বন্ধ রেখেছে। এতে শ্রমিকরা বিক্ষোভ করলে তাদের বুঝিয়ে আমরা সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’