তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত ৭৩০
তাইওয়ানে ভূমিকম্পে হেলে পড়েছে ভবন
তাইওয়ানে আঘাত আনা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৭৩০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ বুধবার স্থানীয় সময় সকালে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন এবং জাপানেও অনুভূত হয়। ভূতত্ত্ববিদদের মতে, বিগত ২৫ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, জাপানের স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় ভোর ৬টা) কিছু আগে তাইওয়ানের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভূমিকম্পের জেরে তাইওয়ান ও তার প্রতিবেশী তিন দেশে সুনামির আশঙ্কা তৈরি হয়।
এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাদের মধ্যে তিনজন পর্বতারোহী ছিলেন। সকাল বেলা তার পর্বত আরোহনে বেরিয়েছিলেন। ভূমিধসে প্রাণ হারিয়েছেন আরেক ট্রাকচালক।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস