বাবা হারালেন পার্থ বড়ুয়া

বিনোদন প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৪, ১১:১৩
শেয়ার :
বাবা হারালেন পার্থ বড়ুয়া

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া আর নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারে নিজের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০।

বাবার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন পার্থ বড়ুয়া।সোলস ব্যান্ডের অন্যতম এই সদস্য জানান, বার্ধক্যজনিত রোগে তার বাবা বিমল কান্তি বড়ুয়া মারা গেছেন।

আজ বুধবার দুপুরে ঢাকার সবুজবাগের বৌদ্ধমন্দিরে তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে অনিত্য সভা অনুষ্ঠিত হবে।

এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছামতীতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার ছিলেন। তিনি বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।