ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১০:৪২
শেয়ার :
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। মেগাসিটি ঢাকার বায়ুদূষণ নিয়েও নেই স্বস্তির খবর। আজ বুধবার সকাল ১০টায় ঢাকার বাতাসের স্কোর ছিল ১৪০। এর মানে হলো ওই সময়টাতে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ছিল ঢাকার বাতাস।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানি আইকিউ এয়ারের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৪০ স্কোর নিয়ে ১২১টি শহরের মধ্যে বায়ুর নিম্ন মানে অষ্টম ঢাকা।

দূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এর স্কোর ২০৭ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাঠমণ্ডু নেপাল। এই শহরটির স্কোর ১৭২ নিয়ে বায়ু অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। আর পঞ্চম অবস্থানে রয়েছে হ্যানয় ভিয়েতনাম।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।