২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূম্পিকম্প
তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প আঘাত হানে। তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন এবং জাপানেও অনুভূত হয়।
ভূতত্ত্ববিদদের মতে, বিগত ২৫ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, জাপানের স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় ভোর ৬টা) কিছু আগে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এক তাৎক্ষণিক বিবৃতিতে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের জেরে তাইওয়ান ও তার প্রতিবেশী তিন দেশে সুনামির আশঙ্কা রয়েছে। সুনামির সময় সাগরের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার (৯ ফুট) ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস