‘সর্বদা সত্য কথা বলা ও খারাপকে না বলতে হবে’

অনলাইন ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ২০:৪৩
শেয়ার :
‘সর্বদা সত্য কথা বলা ও খারাপকে না বলতে হবে’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি শিশুদের উদ্দেশে বলেছেন, ‘সর্বদা সত্য কথা বলা ও খারাপকে না বলতে হবে।’

আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শিশু একাডেমী আয়োজিত শিশু বিকাশ কেন্দ্র ও পথশিশু পুনর্বাসন কেন্দ্রের শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

শিশুদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘তোমরা খারাপ কাজ থেকে দূরে থাকবা এবং পরের কিছু দেখে লোভ-লালসা করবা না।’ এ সময় প্রতিমন্ত্রী সকলের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।