আখাউড়া দিয়ে ৪ ঘণ্টা পর যাত্রী পারাপার শুরু
ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৪ ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভারতগামী যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সার্ভার চালু হলে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। তবে যাদের ভারতের বিমানের টিকেট ছিল তাদের জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, সোয়া ৮টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফের মাধ্যমে মৌখিকভাবে আমাদেরকে জানায় আগরতলা ইমিগ্রেশনের সার্ভার ডাউন আছে। এ কারণে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছে না। তারা আমাদেরকে অনুরোধ করে, তখন যেন আমরা কোনো যাত্রী না পাঠায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা জানান, যে সব যাত্রীর ভারতের অভ্যন্তরীণ বিমানের টিকেট আছে তাদের ভারতে পাঠাতে যাবে। বেলা সোয়া ১২টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তাদের সার্ভার সচল হয়েছে। এরপর যাত্রী পারাপার স্বাভাবিক হয়।
চট্টগ্রাম থেকে আসা চিত্ত দে নামে এক যাত্রী বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলা যাওয়ার জন্য। এসে শুনি আগরতলার সার্ভার ডাউন। জানিনা কতক্ষণে সার্ভার ঠিক হবে। এটা খুবই কষ্টদায়ক।’
ভারতীয় যাত্রী দীপ্ত দেব বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশে বেড়াতে এসেছিলাম। আজ ফিরে যাচ্ছি, সকালে আখাউড়া ইমিগ্রেশনে এসে শুনেছি ভারতের ইমিগ্রেশন সার্ভারে সমস্যা, তাই যেতে পারছি না। সকাল থেকে বসে আছি।’
উল্লেখ্য, যোগযোগ ব্যবস্থা ভালো থাকায় আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন ৭-৮’শ যাত্রী ভারতের ত্রিপুরা রাজ্যে গমন করে। সেখান থেকে অনেকেই চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনে বিমান যোগে ভারতের বিভিন্ন রাজ্যে গমন করেন।