রাজশাহীতে আতশবাজি-পটকাসহ গ্রেপ্তার ২ ভাই
রাজশাহীতে দেড় লক্ষাধিক টাকার নিষিদ্ধ আতশবাজি ও পটকাসহ দুইভাইকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- মারুফ হোসেন (২৪) ও নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ মারুফ ও নিয়ামত আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে এক লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাজি ও পটকা জব্দ করা হয়। এ সময় দুই ভাইকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।