সাপ্তাহিক বন্ধের দিনও চলবে দুই ট্রেন
ফাইল ছবি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুইটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্ব নির্ধারিত সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার সোনার বাংলা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ও উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাবে।
গতকাল সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক জনসংযোগ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ট্রেন দুইটির অফ-ডে ছিল। তা প্রত্যাহার করা হয়েছে। ছাড়ার আগ পর্যন্ত অনলাইন এবং কাউন্টার হতে যাত্রী সাধারণ টিকেট সংগ্রহ করতে পারবেন।
সোনার বাংলা বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম থেকে ও বিকেল ৩টা ১০ মিনিটে উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?