সাভারে তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ২
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে তেলবাহী লরি উল্টে আগুনে পাঁচটি গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুজন মারা গেছেন। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরও ছয়জন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে সাভারের জোরপুলে এ ঘটনা ঘটে। ঘটনার পর আড়াই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে-তেলবাহী একটি লরি, একটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক ও একটি প্রাইভেটকার।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নিহতরা হচ্ছেন- ইকবাল ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম তরমুজ ব্যবসায়ী। অন্যদিকে ইকবাল সিমেন্টের ট্রাকের লোডার। তার বাড়ি যশোরের চৌগাছায় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৫টা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে লরিটিতে আগুন ধরে যায়। এ সময় লরির পেছনে আটকে থাকা একটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক ও একটি প্রাইভেটকারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সিমেন্টবাহী ট্রাকের লোডার ইকবাল।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় অগ্নিদগ্ধ সাতজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তরমুজ ব্যবসায়ী নজরুল ইসলাম মারা যান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অগ্নিদগ্ধরা হলেন- মিম (১০), আল-আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), মিলন মোল্লা (২২), সাকিব (২৪) ও হেলাল (৩০)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় লাগে এবং ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।